চিটফান্ড কাণ্ড   - Latest News on চিটফান্ড কাণ্ড  | Breaking News in Bengali on 24ghanta.com
সুদীপ্তকে ম্যারাথন জেরা পুলিসের

সুদীপ্তকে ম্যারাথন জেরা পুলিসের

Last Updated: Tuesday, May 21, 2013, 10:19

সারদাগোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে চার ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করল পুলিস। গতকাল রাতে নিউটাউন থানায় গিয়ে সুদীপ্ত সেনকে জেরা করেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিস সুপার, ডিএসপি ডিইবি, এসডিপিও ক্যানিং এবং বারুইপুরের আইসি। জেরায় বেশকিছু নতুন তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিসের।